প্রেমিক প্রেমিকা থাকা অবস্থায় পর্নোগ্রাফি দেখা সাভাবিক হতে পারে যদি তাদের মধ্যে অমিল থাকে, ভালোবাসায় খাদ থাকে বা তাদের ভালোবাসা ম্যাটেরিয়ালিস্টিক (materialistic) হয়ে থাকে l
আর তখন এটা অস্বাভাববিক যখন তারা একে অন্যকে অকৃত্তিম ভালোবাসবে (cosmopolitan love, যেমন লাইলী মজনুর প্রেম), একে অন্যের প্রেমে বিহ্বল থাকবে, একি অন্যকে এক দিনের জন্য না দেখলে কবিতা লিখবে বা গান গাইতে শুরু করবে, অথবা প্রেমিক প্রেমিকার বাগানে গিয়ে জানালার দিকে উঁকি দিবে, আর তlও না হলে, চাঁদের আলোয় একজন আরেকজনের প্রতি স্বপ্নময় হবে l