- Advertisement -spot_img
HomeSociety, Education & Securityসংলাপ : পশ্চিমা বিশ্বের মত সুশাসনের দেশ হতে কি আইনব্যবস্থা থাকা উচিত?

সংলাপ : পশ্চিমা বিশ্বের মত সুশাসনের দেশ হতে কি আইনব্যবস্থা থাকা উচিত?

সরকারের উচিত জনগণের মাঝে আইন মেনে চলার প্রবণতা তৈরি করা

- Advertisement -spot_img

উন্নত বিশ্বের আইনের শাসন এক কথায় উন্নত। আমাদের দেশেও আইন আছে কিন্তু তার প্রয়াগে এক কথায় অনুন্নত। কেন? উত্তর: দুর্নীতি, রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক নির্দেশ, রাজনৈতিক স্বার্থ, এবং সর্বপরি পুলিশ বিভাগে যোগ্য ও দক্ষ লোকের অভাব (এখানে আমার ভাষায় দক্ষ লোক তিনি যিনি ঘুষ না খেয়ে যা বেতন পান তা দিয়েই কোয়ালিটি কাজ করতে পারেন)। সর্বশেষ কারণ: পুলিশ বিভাগে কর্মচারীর সংখ্যা আনুপাতিক হরে জনসংখ্যার তুলনায় অত্যন্ত কম। সবসময় কাজের চাপ সামলাতে হিমশিম খেতে হয়, পাশাপাশি বিশৃঙ্ঘলাতো লেগেই থাকে।

A disciplined civil area in a developed country where things are in order

আপনার প্রশ্নের আরেকটি অংশ হচ্ছে তৃতীয় বিশ্বের দেশে কিরকম বিচার বেবস্থা চালু হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? দেখুন ভাই, আমাদের বিচার বেবস্থা ভালোই আছে। সমস্যা ওই উপরের কারণগুলোতে নিহিত। জনসংখ্যার তুলনায় আদালতের সংখ্যা কম। আর রাজনৈতিক প্রভাব ও নির্দেশ। যথেষ্ট স্বাধীন আদালত থাকলে তাদের প্রয়ুগ উন্নত হত, সুশান প্রতিষ্ঠিত হত। নাহলে মার্কিন শ্রেষ্ঠ আইন গবেষক লিঙ্কনকে এনে নতুন আইন বেবস্থা করেও যে লাউ সে কুমড়োই থেকে যাবে।

আইনের শাসন বলতে কি বুঝেন? মানে যেখানে আইন নিজস্ব গতিতে চলবে। আইন মানুষ মেনে চলবে। আইন মেনে চললে অপরাধ, অন্যায়, অসমতা, ভারসম্মহীনতা, অসঙ্গতি, পক্ষপাতদুষ্টতা থাকবেনা। আমি উন্নত বিশ্বে ঘুরে দেখেছি সেখানে শৃঙ্খলা চোখে পড়ার মত। মানুষে মানুষে ভেদাভেদও নেই। আপন নিয়মে রাষ্ট্রীয় apparatus চলছে, সিস্টেম, রাষ্ট্রীয় যন্ত্র, অফিস, কমার্স চলছে।

এখন কথা হচ্ছে এই উপরের কারণগুলো মেটালেই কি সুশাসন প্রতিষ্ঠিত হবে? মোটেইনা। এটি সহজ নয়। এরপরও লাগবে গণতন্ত্রের চর্চা এবং সর্বোপরি সততার চর্চা। কিভাবে সম্ভব? বললেই রাজনৈতিক দলগুলো, তাদের সাপর্টাররা, জনতা তাই করবে? হা: হা: করবেনা।

তাহলে? দরকার জর্জ ওয়াশিংটন, টিপু সুলতান, সুলতান মেহমেত-২ এর মত নেতা। কারণ উপরের এতসব মানাতে সভ্য জাতি দরকার যেটা এখন খুবই অনুপস্থিত। এখানে নৈতিক অবক্ষয় এলার্মিং লেভেলে চলে গেছে, মিথ্যা অনেক সাধারণ মানুষের হাতিয়ার (আমার বেক্তিগত বেবসা প্রতিষ্ঠানে কর্মচারী চালাতে গিয়ে যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে)। এবং একজন গৌরবান্বিত নেতাই তা করে দেখতে পারেন । উপরের বিষয়গুলো সহ অন্নান্ন যত কিছু লাগে তা বাস্তবায়ন ওই লেভেলের একজন নেতার দ্বারা এ জাতিকে সভ্ভো করলে, তারা আইন মেনে চলবে ও তাতে আইনের শাসন প্রতিষ্টিত হবে।

- Advertisement -spot_img
SourceSTY
- Advertisement -spot_img

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Must Read

- Advertisement -spot_img

Related News

- Advertisement -spot_img

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here