আপাতত বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে কোরোনার টিকা ৬ মাস পর্যন্ত সুরক্ষা দিবে, আসলে এটার সর্বাঙ্গীন বেবহার শুরু হবার পর বাস্তব ফলাফলই বলে দিবে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষের মধ্যে এর কার্যকারিতা কেমন হচ্ছে !
যা শোনা যাচ্ছে, কোনো ভ্যাকসিন বিশেষজ্ঞ মহল বলছেন প্রথম ডোস নেবার পর আমাদের ইমিউন সিস্টেম ১-2 সপ্তাহের ভিতরে এন্টিবডি প্রতিরোধ তৈরী করবে এবং তা ২ থেকে ৩ মাস সুরক্ষা দিবে l
আবার অন্য বিশেষজ্ঞ মহল বলছেন দ্বিতীয় ডোসটি নেবার পর ইমিউন সিস্টেম ১৩ সপ্তাহ বা ৩ মাসের জন্য সুরক্ষিত থাকবে। কিছু ভ্যাকসিন, যেমন ফাইজার এবং মডার্না ভ্যাকসিনগুলির জন্য, দুটি ডোজ প্রয়োজন এবং আপনাকে অবশ্যই একই ব্র্যান্ডের ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করতে হবে।