নবাব সিরাজউদ্দৌলার আমলে বাংলার বৈশ্বিক অবস্থান ৬ নম্বর ছিল। বাংলা ছিল পৃথিবীর ৬ষ্ঠ শিল্প সমৃদ্ধ দেশ।
ইংরেজরা এর জন্য দায়ী একথা সঠিক বিশেষণে আসেনা । কারণ :-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় ও লুটের পরও আজ জার্মানি ঘুরে দাঁড়িয়েছে এবং ইউরোপকে নেতৃত্ব দিচ্ছে।
পারমাণবিক হামলা করে জাপানের ২টি শহর দুনিয়া থেকে মুছে দিলেও জাপান আজ তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ।
আজ থেজে ২৬৫ বছর পরে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ৬ নম্বর থেকে প্রতিটি খাতে অবস্থান ১০০ র নিচে। যে জিডিপির [GDP] বৃদ্ধির কথা ক্ষমতাসীনরা বলে বেড়ান সেটাও ভুল। সত্যিকার জিডিপি মানে মোট পুরো সম্পদের হিসাবে বাংলাদেশের অবস্থান বিশ্বের বুকে ১৪০ তম। কালোদের দেশ আফ্রিকার কিছু দেশের অবস্থানও বাংলাদেশের উপরে।